Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

কালিগঞ্জ  উপজেলার পটভূমিঃ সাতক্ষীরা  জেলা থেকে  ১২ টি ইউনিয়ন, ২৪৩ টি  মৌজা, ২৪৯ টি গ্রাম  আলাদা করে ১৯৪২ সালে কালিগঞ্জ  থানা প্রতিষ্ঠা হয়। ঐ সালের ২১ সেপ্টেম্বর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর ১৯৮৩  থেকে আনুষ্ঠানিকভাবে কালিগঞ্জ উপজেলার কার্যক্রম চালু হয়।

কালিগঞ্জ  উপজেলার অবস্থানউত্তর গোলার্ধে নিরক্ষরেখা এবং কর্কট ক্রান্তি রেখার মধ্যবতী ২১৹ ডিগ্রি ৪৮ সেলসিয়াস থেকে ২২৹ ডিগ্রি ৫৫ সেলসিয়াস উত্তর অক্ষাংশে ৮৫৹ ডিগ্রি ৫৫ সেলসিয়াস থেকে ৮৯ ডিগ্রি ৫৫ সেলসিয়াস পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।এ উপজেলার উত্তরে দেবহাটা  উপজেলা, দক্ষিণে  শ্যামনগর  উপজেলা, পশ্চিমে ভারতের পশ্চিম বঙ্গ, পূর্বে আশাশুনি  উপজেলা।

এ উপজেলার নামকরণ  জানা যায় বর্তমান কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নিকটবর্তী নারায়নপুরে ছিল কালীবাড়ী । এর নিকটবর্তী সার্কেল অফিস, বাজার, রাজস্ব অফিস, সেনেটারী অফিস ইত্যাদি অফিস স্থাপিত হওয়ায় তৎকালিন গণ্যমান্য ব্যক্তিগণ ও প্রশাসনিক শীর্ষ ব্যক্তিগণ এর নাম করণ করেন কালীবাড়ী।  মোঘল সেনাপতি মুনিম খাঁ এর বিশ্সত অনুচর দেওয়ান শ্রীহরি (বিক্রমাদিত্য) ও রাজস্ব অধিকর্তা জানকী বল্লভ (বসন্ত রায়) সুন্দরবনের গভীরে গৌড়ের সম্পত্তি গোপন  করার ব্যবস্থা করেন। তারা গৌড়ের ধন-সম্পদ এবং দেহরক্ষী বাহিনীর এক অংশ এবং শহরের কিছু লোক নিয়ে  গৌড় ত্যাগ করে দক্ষিণ যমুনা ও ইছামতির পাশে বর্তমান কালিগঞ্জ উপজেলার বসন্তপুর ও শীতলপুর ও মুকুন্দপুর পরিস্কার করে বসতী গড়ে তোলেন। বসন্ত রায় এর নাম অনুসারে বসন্তপুর গ্রামের নাম করণ করা হয়। ১৯৭১ সালে কালিগঞ্জ উপেজলা ৯নং সেক্টরাধীন ছিল। ১৯৭১ সালের ২০ নভেম্বর  কালিগঞ্জ থানা / উপেজলা পাকিস্তানী শত্রু মুক্ত হয়।