সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলাতে প্রচুর পরিমানে মাছ পাওয়া যায়।
মাছ প্রধানতঃ দুই প্রকার পানিতে জন্মায়। মিঠা পানির মাছ ও লোনা পানির মাছ। স্থানীয় নদী-নালা, বিল-খাল, ডোবা-পুকুর ও ক্ষুদ্র জলাশয়ে এসব মাছ মেলে।
মিঠা পানির মাছঃ রুই, কাতলা, মৃগেল, কালবাউস, বাচা, শোল, বোয়াল, লেঠা, বেলে, পুঁটি, শরপুঁটি, কৈ, মাগুর, শিঙি, ঝেঙা, ডানকানা (বিলুপ্তির পথে), বাইন (তোড়া), পাঁকাল, ট্যাংরা, নানা প্রকারের চিংড়ী ইত্যাদি।
নোনা পানির মাছঃ ভেটিক বা ভেকট, পারশে, ভাঙন, খরকুলা, পায়রা, রুচো, দাঁতনে, পাংগাস, কাইন বা কান, রেখা, তপশে, গুলে, ভ্যাদা, ভোলা, জাভা, ট্যাপা, ট্যাংরা, গলদা বাগদা, চাপড়া (চাকা) হরিনা প্রভুতি নানা জাতের চিংড়ী মাছ নদী ও খালের নোনা পানিতে পাওয়া যায়। লোনা পানির এলাকার বর্তমানে বিশেষভাবে বাগদা ও গলদা চিংড়ীর ব্যাপক চাষ করা হচ্ছে। পায়রা, দাঁতনে, পারশে ও ভেটকি খুবই সুস্বাদু।
এছাড়া কাঁকড়া, কচ্ছপ, কুঁচে প্রভৃতি জলজপ্রাণী পুকুর, খাল ও জলাশয়ে দেখতে পাওয়া যায়।
কালিগঞ্জ উপজেলায় বিশাল চাষাবাদের মাধ্যমে জমিচাষ ছাড়াও নদী এবং মৎস্য ঘের এর মৎস্য চাষের মাধ্যমে বৈদেশিক অর্থ উপার্জন করে চলেছে। এছাড়া আরো অনেক ধরনের চাষাবাদের উপযোগী এই কালিগঞ্জ উপজেলা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS