Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
প্রবাজপুর শাহী জামে মসজিদ
Location

গ্রাম - প্রবাজপুর. ডাকঘর- মথূরেশপুর, উপজেলা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা।

Transportation

কালিগঞ্জ উপজেলা সদর হতে বাস বা ভ্যান গাড়ী অথবা অন্যান্য পরিবহন যোগে যাওয়া যায়। এটি কালিগঞ্জ রতনপুর সড়কের কালিগঞ্জ হতে ৪কিলোমিটার দদরে সড়কের পূর্ব পাশে অবস্থিত।

Details

প্রবাজপুর শাহী জামে মসজিদ

কালিগঞ্জ উপজেলার প্রবাজপুর গ্রামে অবস্থিত এ মসজিদটি ১১০৪ হিজরির ১৯ রমজান ২ মে ১৬৯৩ খিস্টাব্দে নির্মিত। সম্রাট আওরঙ্গজেবের সময় তার ফৌজদার নবাব নুরুল্লাহ খাঁ এ মসজিদের নামে লাখেরাজে ৫০ বিঘা জমি দান করেন। কথিত আছে সুবাদার পারভেজ খাঁ বাদশাহর কাছ থেকে নির্দেশ পেয়ে সেনাবাহিনীর নামাজ পড়ার জন্য এটি নির্মাণ করেন। তার নামানুসারে এ গ্রামের নাম হয় প্রবাজপুর। জেলার মধ্যে সবচেয়ে টেরাকোটা সমৃদ্ধ মসজিদ এটি। কলিগঞ্জ উপজেলা সদর হতে প্রায় ৪ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান।