এম.জে.এফ পরিচালিত বিভিন্ন কর্মসূচীর একটি হল প্রতিবন্ধী বিশেষ স্কুল। বস্তুত: শিক্ষার পাশাপাশি প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষার তাগিদেই এ শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু ২০১০ সালে এবং ২০১৬ সালের ২০ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত হয়। সিডিডি এর সহযোগিতায় ডেফব্লােইড প্রকল্পের মাধ্যমে এমজেএফ বিশেষ শিক্ষা পদ্ধতিতে অত্র এলাকার প্রতিবন্ধী শিশুদের শিক্ষা প্রদান করছে। এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলে অটিজম, বুদ্ধি প্রতিবন্ধী, বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রয়েছে অত্যাধুনিক ডিজিটাল সরঞ্জামের মাধ্যমে ফিজিও থেরাপি প্রদান, দৈনন্দিন কাজের প্রশিক্ষণ, শরীর চর্চা, আচরণগত শিক্ষা, সামাজিক শিক্ষা, অন্য স্কুলের সাথে কাউন্সেলিং এবং একীভূত শিক্ষা এছাড়া্ও সকল প্রতিবন্ধী মানুষের সেবার মান উন্নয়নে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে।
বি:দ্র: অনলাইনের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস